অপুষ্টিতে ভোগা চিকিৎসাধীন শিশুদের জন্য এবার কিচেন গার্ডেন তৈরি শুরু করল দক্ষিণ দিনাজপুর জেলা তথা বালুরঘাট সদর হাসপাতাল কর্তৃপক্ষ।

নিজস্ব সংবাদদাতা,বালুরঘাট:-  অপুষ্টিতে ভোগা চিকিৎসাধীন শিশুদের জন্য এবার কিচেন গার্ডেন তৈরি শুরু করল দক্ষিণ দিনাজপুর জেলা তথা বালুরঘাট সদর হাসপাতাল কর্তৃপক্ষ। পুরোপুরি জৈব্য প্রক্রিয়ার মাধ্যমে উৎপাদিত ওই কিচেন গার্ডেনে শাক-সবজি চাষ করে শিশুদের সম্পূর্ণ পুষ্টিগুণে ভরা খাবার দিতেই এই উদ্যোগ।
বালুরঘাট জেলা হাসপাতালে রয়েছে যাবতীয় বিভাগ। এরমধ্যে শিশুদের পুষ্টি পুনর্বাসন কেন্দ্রটি রয়েছে সুপার স্পেশালিটি বিল্ডিংয় সংলগ্ন জায়গাতে। সেখানে অপুষ্টিতে ভোগা শিশুদের চিকিৎসা হয়। ওই শিশুদের সঙ্গে তাদের মায়েরাও থাকেন। অন্তত দুসপ্তাহ সেখানে রেখে চলে পুষ্টির চিকিৎসা। এবার সেই কেন্দ্রের সামনে থাকা অন্তত বিঘা খানেক ফাঁকা জমিতে গড়া হচ্ছে কিচেন গার্ডেন। যেখানে বাঁধাকপি, ফুলকপি, লঙ্কা, পেয়াজ, ধনেপাতা, বেগুন, কুমড়ো সহ যাবতীয় সবজি এবং বিভিন্ন ধরণের শাক আবাদ করা হবে। ওই কেন্দ্রে শিশুদের নিয়ে থাকা মায়েরাই থাকবেন রক্ষনাবেক্ষণের দায়িত্বে। ইতিমধ্যেই কিচেন গার্ডেন তৈরির কাজ শুরু করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। চারিদিকে লোহার বেড়া দিয়ে ঘেরা দেওয়ায় পাশাপাশি, জমি তৈরির কাজ শুরু করেছে কর্তৃপক্ষ। শিশুদের উন্নততর পুষ্টি জোগাতে বালুরঘাট জেলা হাসপাতালের এই উদ্যোগে খুশি সকলে।

প্রসঙ্গত, দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট সদর, গঙ্গারামপুর মহকুমা ছাড়াও ৮ টি ব্লক এবং গ্রামীন হাসপাতাল গুলিতে রয়েছে প্রচুর ফাঁকা জমি। সেই জমিগুলিকে কাজে লাগিয়ে কিচেন গার্ডেন করার পরিকল্পনা নেওয়া হয় বহু আগেই। কিন্ত কেউ এব্যাপারে সক্রিয়তা ভূমিকা পালন করত না। ২০২১ সালে প্রথম কিচেন গার্ডেন তৈরি করে হরিরামপুর গ্রামীন হাসপাতাল।সেখানকার উৎপাদিত সবজি দিয়ে রোগীদের খাবার তৈরি প্রথম শুরু করে ওই হাসপাতাল কর্তৃপক্ষ। জেলার সদর থেকে মহকুমা ও অনান্য ব্লক হাসপাতালগুলির কাছে মডেল হিসেবে উঠে এসেছিল এই হাসপাতালটি। এবার বালুরঘাট জেলা হাসপাতাল কিচেন গার্ডেন তৈরির পরিকল্পনা নিতেই প্রশংসা সব মহলের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *