নিজস্ব সংবাদদাতা, মালদা—–মালদার তৃণমূল নেতা বাবলা সরকারকে গুলি করে খুনের ঘটনায় মোট তিনজনকে গ্রেপ্তার করল পুলিশ। শুক্রবার কঠোর পুলিশি নিরাপত্তায় ধৃতদের তোলা হল মালদা জেলা আদালতে। জানা গেছে, ধৃতদের নাম যথাক্রমে সামি আক্তার, বয়স ২০ বছর, টিংকু ঘোষ, বয়স ২২ বছর এবং আব্দুল গণি, বয়স ২৩ বছর। এদের মধ্যে সামি আক্তার ও আব্দুল গণির বাড়ি বিহারে। এবং টিংকু ঘোষ ইংরেজবাজারের বাসীন্দারা। ধৃত তিনজনের মধ্যে দুজনকে বৃহস্পতিবার বিকালেই পুলিশ পাকড়াও করে। এরপর রাতের দিকে বিহার থেকে আব্দুল গণিকে গ্রেপ্তার করে বলে খবর। ধৃত এই তিনজনকেই শুক্রবার কঠোর পুলিশি নিরাপত্তায় তোলা হয় মালদা জেলা আদালতে। তবে ধৃতরা কার ইশারায়, কার প্রচ্ছন্ন মদতে এই খুন করেছে সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি। কারণ জানতে পুলিশি তদন্ত চালাছেন।
মালদার তৃণমূল নেতা বাবলা সরকারকে গুলি করে খুনের ঘটনায় মোট তিনজনকে গ্রেপ্তার করল পুলিশ।

Leave a Reply