পঃ মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- সাত সকালে হাতির হানায় এক ব্যক্তির মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে শোখের ছায়া নেমে এলো পশ্চিম মেদিনীপুর জেলার গোয়ালতোড় থানার অন্তর্গত হুমগড় রেঞ্জের ইছেরিয়া গ্রামে, স্থানীয় সূত্রে জানা গিয়েছে ওই মৃত ব্যক্তির নাম রাম ধবল,বয়স আনুমানিক ৬৫ বছর, সূত্র জানা গিয়েছে শুক্রবার ভোরে শিলাবতী নদীর তীরে নিজের চাষের জমিতে ফসল তুলতে গিয়েছিলেন ওই ব্যক্তি,এরপর শিলাবতী নদীতে হাত এবং পা ধুতে গেলে হাতির সামনাসামনি পড়ে যাওয়ায় মৃত্যু হয় ওই ব্যক্তির, ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে গোয়ালতোড় থানার পুলিশ ও বনদপ্তরের আধিকারিকেরা, পুলিশ ওই মৃতদেহ উদ্ধার করে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানোর পাশাপাশি গোটা ঘটনার তদন্ত প্রক্রিয়া শুরু করে।
সাত সকালে হাতির হানায় মৃত্যু হল এক ব্যক্তির, শোখের ছায়া হুমগড়ের ইছেরিয়াতে।।

Leave a Reply