পঃ মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- বেকারত্ব দূর করার লক্ষ্যে এবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকে তৈরি হতে চলেছে শিল্প, এই বিষয় নিয়ে বুধবার চন্দ্রকোনারোড BDO অফিসের সভাকক্ষে শিল্পের বিষয় নিয়ে ব্লক প্রশাসনের সাথে জেলা প্রশাসনের বৈঠক হয়ে গেল এই দিন দুপুরে, যেখানে উপস্থিত ছিলেন ADM সহ BDO দীপাঞ্জন ভট্টাচার্য, একাধিক জেলা ও ব্লক প্রশাসনের আধিকারিকেরা, জানা গিয়েছে ব্লকের বড়পাড়া এলাকায় তৈরি হতে চলেছে রং কোর্টেড সিট, জানা গিয়েছে তিন লক্ষের ক্ষমতা নিয়ে তৈরি হতে চলেছে এই শিল্প,যেখানে কর্মসংস্থান হবে বহু বেকার ছেলেমেয়েদের। কিন্তু সেই বৈঠকে স্থানীয়দের প্রবেশ করতে দেওয়া হয়নি বলে বিজেপিকে জানানো হয়েছে স্থানীয়দের তরফে, এরপর ঘটনাস্থলে আছেন বিজেপি নেতা গৌতম কৌড়ী, জোর করে ওই বৈঠকে প্রবেশ করতে গেলে গৌতম কৌড়ীকে বাধা দেওয়া হয়, এরপর বাইরে সাত নম্বর নয়াবসত অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি কৌশিক ঘোষের সঙ্গে তর্ক বিতর্কে জড়িয়ে যায় বিজেপি নেতা গৌতম কৌড়ী, পরে অবশ্য পরিস্থিতি স্বাভাবিক হয়।
Leave a Reply