বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ :- বালুরঘাট জেলা হাসপাতাল পরিদর্শনে বালুরঘাটের বিধায়ক অশোক লাহিড়ী। সরকারি হাসপাতালে যে স্যালাইন নিয়ে বিতর্ক দেখা দিয়েছে, তা ব্যবহার করা হচ্ছে কিনা সেই বিষয়টি খতিয়ে দেখতে যান অশোক লাহিড়ী। হাসপাতাল পরিদর্শনের পর অশোক লাহিড়ী জানান, সেই বিতর্কিত স্যালাইন বালুরঘাট জেলা হাসপাতালে ব্যবহার করা হচ্ছে না। হাসপাতাল সূত্রে জানতে পেরেছেন, অন্যান্য হাসপাতালে স্যালাইন নিয়ে বিতর্ক উঠতেই, বালুরঘাট জেলা হাসপাতালে সেই স্যালাইন ব্যবহার বন্ধ করে দেওয়া হয়। বিতর্কিত সেই স্যালাইন বালুরঘাট জেলা হাসপাতালে ব্যবহার হচ্ছে না বলে হাসপাতাল কর্তৃপক্ষ বালুঘাটের বিধায়ককে আশ্বস্ত করেছেন বলে তিনি জানান। পাশাপাশি হাসপাতালের রোগী পরিষেবা থেকে অন্যান্য পরিকাঠামো পরিদর্শন করেন বিজেপি বিধায়ক অশোক লাহিড়ী। আরো উন্নয়নের প্রয়োজন হলেও, আপাতত হাসপাতালের পরিকাঠামো নিয়ে সন্তুষ্ট অশোক লাহিড়ী।
Leave a Reply