দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- বুধবার বালুরঘাট বিধানসভা এলাকার বিভিন্ন গ্রামের সাধারণ মানুষদের অভাব অভিযোগের বিষয়ে প্রশাসনের সঙ্গে আলোচনা করতে বালুরঘাটের মহকুমা শাসকের সঙ্গে দেখা করলেন বালুরঘাটের বিধায়ক অশোক কুমার লাহিড়ী। বিধায়ক এদিন গ্রাম সড়ক যোজনার ক্ষেত্রে বিভিন্ন অসুবিধা, বিভিন্ন গ্রামের মানুষদের শৌচাগার নিয়ে বিভিন্ন অসুবিধার কথা সহ বেশ কিছু বিষয়ে মহকুমা শাসকের সঙ্গে কথা বলেন। পাশাপাশি বর্তমান সময়ে সীমান্তবর্তী গ্রামগুলিতে কাঁটাতারের বেড়া দেওয়া নিয়ে সমস্যা তৈরি হওয়ার ঘটনায় বিধায়ক বক্তব্য রাখতে গিয়ে বলেন বিএসএফ ও বি ডি আর পারস্পরিক কথাবার্তার মধ্যে দিয়ে সমস্যার সমাধান করবেন।
Leave a Reply