বাংলাদেশীদের ভারতে অবৈধভাবে প্রবেশ করাতে সক্রিয় দালালচক্র কে গ্রেপ্তার পুলিশের।

নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর:- বাংলাদেশীদের ভারতে অবৈধভাবে প্রবেশ করাতে সক্রিয় দালালচক্র কে গ্রেপ্তার পুলিশের।
পুলিশ সূত্রে জানা যায়, ভারতীয় এক দালালের মাধ্যমে বাংলাদেশিদের ভারতে প্রবেশ করানো হতো। এরপর ওই বাংলাদেশের জাল নথিপত্র তৈরি করে ভারতের বিভিন্ন এলাকায় পাঠানো হতো। এমনই চাঞ্চল্যকর ঘটনা জানতে পারা গিয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত চৌদ্দ জানুয়ারি দক্ষিণ দিনাজপুরের হিলি থানার পুলিশ এক বাংলাদেশিকে গ্রেপ্তার করে। ধৃত ওই তৃতীয় লিঙ্গের বাংলাদেশী নাম বিজলী মন্ডল ওরফে আলি মন্ডল। বাড়ি বাংলাদেশের সিরাজগঞ্জ। তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে, হিলির ডুমরন এলাকার বাসিন্দা কুশ বর্মন নামে এক দালালের মাধ্যমে সে এদেশে এসে গোপন ডেরায় আশ্রয় নেয়। এরপর হিলির বাসিন্দা মিজানুর রহমান নামে এক ব্যক্তি ভারতীয় পরিচয় পত্র তৈরি করে দেয়। ওই পরিচয় পত্র নিয়ে হিলি থেকে অন্যত্র যাওয়ার পথে পুলিশ তাকে গ্রেফতার করে। সাথে গ্রেফতার করা হয় গৌতম মন্ডল নামে এক টোটো চালককে।
এরপরই গতকাল রাতে পুলিশ অভিযান চালিয়ে দালাল কুশ বর্মন এবং জাল নথি তৈরীর অভিযোগে মিজানুর রহমানকে গ্রেফতার করে। এদিন তাদের বালুরঘাট আদালতে তোলা হবে।

বালুরঘাটের ডিএসপি হেডকোয়ার্টার বিক্রম প্রসাদ জানান, হিলি থানার পুলিশ 14 জানুয়ারি এক বাংলাদেশীকে গ্রেপ্তার করার পর তাকে জিজ্ঞাসাবাদ করে দালালচক্রে দুইজনকে ধরা হয়েছে। আদালতের মাধ্যমে তাদের পুলিশি হেফাজতে নেয়ার আবেদন জানানো হয়েছে। এভাবে কতজনকে দেশে ঢোকানো হয়েছে বা চক্রের সাথে আর কারা জড়িত আছে পুলিশি হেফাজতে নেওয়ার পর তাদের জিজ্ঞাসাবাদ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *