কোতুলপুরে বালি বোঝায় ডাম্পারের চাকায় পৃষ্ট মৃত্যু সাইকেল আরোহীর দুর্ঘটনার মুহূর্তের ছবি সিসিটিভি ক্যামেরায় বন্দি।

বাঁকুড়া, নিজস্ব সংবাদদাতা:-  বাঁকুড়া জেলার কোতুলপুর থানার কোতুলপুর মা গৌরী লজ সংলগ্ন এলাকায় দু’নম্বর রাজ্য সড়কে বালি বোঝাই ডাম্পারের চাকায় পৃষ্ট হয়ে মৃত্যু হলো এক ব্যক্তির। মৃত ব্যক্তির নাম লালমোহন সাঁতরা। বাড়ি কোতুলপুর থানার গাঁতি এলাকায়। এদিন ওই ব্যক্তি নিজকাজে নিজের সাইকেল নিয়ে কোতুলপুর থেকে সাইকেলে বাড়ি ফেরার পথে সামনের দিক থেকে আসা একটি বালি বোঝাই বোঝায় ডাম্পারের ধাক্কায় তার মৃত্যু হয়। দুর্ঘটনার মুহূর্তের ছবি সিসিটিভি ক্যামেরায় বন্দী। সিসিটিভিতে দেখতে পাওয়া যাচ্ছে ওই ব্যক্তি হঠাৎ করেই তার সাইকেল নিয়ে ডাম্পারের সামনে চলে আসে। সঙ্গে সঙ্গেই দাম্পারের ধাক্কায় রাস্তার মধ্যেই ছিটকে পরে ওই ব্যক্তি। তাকে তড়িঘড়ি উদ্ধার করে কোতুলপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে বলো। স্বাভাবিকভাবেই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়। দেহ নিজেদের হেফাজতে নিয়েছে কোতুলপুর থানার পুলিশ। ময়না তদন্তের জন্য পাঠিয়েছে বিষ্ণুপুর জেলা হাসপাতালে। কি কারনে এই দুর্ঘটনা পূর্ণাঙ্গ ঘটনার তদন্ত করে দেখছে কোতুলপুর থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *