নিজস্ব সংবাদদাতা, মালদা—গভীর রাতে আগুনে পুড়ে ছাই হয়ে গেল মালদার মানিকচকের গঙ্গাঘাটের নতুন লঞ্চ পরিষেবার কাউন্টার। ঘটনাকে ঘিরে জোর চাঞ্চল্য ছড়াল এলাকায়। ঘটনায় নতুন লঞ্চ পরিষেবা কাউন্টার কর্তৃপক্ষের অভিযোগ, তারা শনিবার রাতে কাজকর্ম করে কাউন্টার বন্ধ করে, কারেন্টের মেইন সুইচ অফ করে বাড়ি গিয়েছিলেন। এরপর গভীর রাতে খবর পান কাউন্টারে আগুন লেগেছে। এসে দেখেন আগুনে সমস্ত কিছু পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে কেউ বা কারা শত্রুতা করে কাউন্টারের আগুন লাগিয়েছে। কারণ আশপাশের সমস্ত দোকান ঠিকঠাক আছে। শুধু নতুন কাউন্টারে আগুন লাগানো হয়েছে। তাই এই ঘটনার তারা তদন্ত চেয়ে মানিকচক থানায় অভিযোগ জানিয়েছেন। পুলিশ গোটা ঘটনা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে।
Leave a Reply