পৌর উৎসবকে সামনে রেখে ম্যারাথন দৌড়ের আয়োজন করল গঙ্গারামপুর পৌরসভা।

নিজস্ব সংবাদদাতা, গঙ্গারামপুর:-  পৌর উৎসবকে সামনে রেখে ম্যারাথন দৌড়ের আয়োজন করল গঙ্গারামপুর পৌরসভা।রবিবার সকাল ৬টা নাগাদ গঙ্গারামপুর ব্লকের ঠেঙ্গাপাড়া থেকে  ফুটবল মাঠ পর্যন্ত ম্যারাথন দৌড়ের আয়োজন করে গঙ্গারামপুর পৌরসভা। সবুজ প্রথম দেখিয়ে  ম্যারাথন দৌড়ে সূচনা করেন পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র।এছাড়াও উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান জয়ন্ত দাস সহ অন্যান্যরা।গঙ্গারামপুর পৌরসভার উদ্যোগে আয়োজিত এদিনের এই ম্যারাথন দৌড়ে অংশগ্রহণ করে গঙ্গারামপুর শহর  ও ব্লকের বিভিন্ন প্রান্তের প্রায় 450 জন প্রতিযোগী।যার মধ্যে ছিল  মেয়েরাও। এদিন ম্যারাথন দৌড় দেখতে  সকাল থেকেই ৫১২ নম্বর জাতীয় সড়কের দু’ধারে  ভিড় জমায় প্রচুর মানুষজন। ম্যারাথন দৌড় শেষে গঙ্গারামপুর ফুটবল মাঠে  প্রতিযোগিতার হাতে সার্টিফিকেট তুলে দেন পৌরসভার চেয়ারম্যান সহ অন্যান্য পৌরকর্মীরা।পৌরসভার এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে প্রতিযোগীরা।
প্রসঙ্গত, ৩১ বছর পূর্তি উপলক্ষে পৌর উৎসব উদযাপনের উদ্যোগ নিয়েছে গঙ্গারামপুর পৌরসভা।আগামী  ২৫  ও  ২৬ শে জানুয়ারি গঙ্গারামপুর ফুটবল মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে পৌরসভা।তার আগে ১৮ তারিখ থেকে ২৪ তারিখ পর্যন্ত একাধিক কর্মসূচি নিয়েছে গঙ্গারামপুর পৌরসভা।সেইমতো রবিবার  ঠেঙ্গাপাড়া থেকে ফুটবল মাঠ পর্যন্ত ম্যারাথন দৌড়ের আয়োজন করল গঙ্গারামপুর পৌরসভা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *