নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- মুখ্যমন্ত্রী আলিপুরদুয়ার সফরের আগে তরাই ও ডুয়ার্সে আদিবাসীদের জন্য পৃথক তরাই ডুয়ার্স আদিবাসী ডেভলপমেন্ট বোর্ডের দাবিতে সরব হল অখিল ভারতীয় আদিবাসী বিকাষ পরিষদ। রবিবার আলিপুরদুয়ারের হাসিমারাতে অখিল ভারতীয় আদিবাসী বিকাষ পরিষদের জেলা কমিটির একটি সভা অনুষ্ঠিত হয়। ওই সভা শেষে সংগঠনের জেলা সভাপতি রাজু বারা জানান, আদিবাসী ডেভলপমেন্ট বোর্ড থেকে তরাই ও ডুয়ার্সে বিশেষ উন্নয়ন হচ্ছে না। তরাই ও ডুয়ার্সের আদিবাসীরা বঞ্চিত তাই আমরা দাবি করছি তরাই ও ডুয়ার্সের জন্য পৃথক ডেভলোপমেণ্ট বোর্ড করা হোক।
Leave a Reply