পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- করোনার পরবর্তীকালে ক্ষুদে পড়ুয়াদের পড়াশোনার মান বৃদ্ধি করার জন্য কিডজি স্কুলের প্রতিষ্ঠা করা হয়, সারা বছর বিভিন্ন সমাজ সেবক মূলক কর্মসূচি পালনের পাশাপাশি এই হার কাঁপানো ঠান্ডায় এলাকার দুস্থ মানুষের জন্য এবার এগিয়ে এলো এই শিক্ষা প্রতিষ্ঠান, পাশাপাশি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে সৃষ্টি রিসার্চ ফাউন্ডেশনের সদস্যরা, রবিবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোড বিদ্যাসাগর মঞ্চে কিডজি স্কুলের উদ্যোগে এবং সৃষ্টি রিচার্জ ফাউন্ডেশনের সদস্যদের সহযোগিতায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়, এই শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শালবনী বিধানসভা কেন্দ্রের বিধায়ক শ্রীকান্ত মাহাতো, পঞ্চায়েত সমিতির সভাপতি চিন্ময় সাহা, দোলন হাজরা সহ অন্যান্য বিশিষ্ট জনেরা, জানা গিয়েছে এই দিন শতাধিক দুস্থ পরিবারের হাতে তুলে দেওয়া হয় নতুন শীতবস্ত্র।
Leave a Reply