নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- আলিপুরদুয়ারে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর সফরকে ঘিরে আঁটোসাঁটো নিরাপত্তা। আগামী ২১ জানুয়ারি মুখ্যমন্ত্রী আসছেন আলিপুরদুয়ার সফরে। জানা গিয়েছে, আগামী ২৩ জানুয়ারি কালচিনি ব্লকের সুভাষিনি চা বাগান ময়দানে পাবলিক ডিস্ট্রিবিউশন সরকারি অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী। বর্তমানে সুভাষিনি চা বাগানে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে জোরকদমে কাজ চলছে। আইএনটিটিইউসি কালচিনি ব্লক সভাপতি আনন্দ চন্দ জানান যদিও এটা সরকারি অনুষ্ঠান আমরা সবাই খুব উৎসুক এবং আমরা কালচিনি ব্লকের প্রতিটি গ্ৰাম পঞ্চায়েত কয়েক হাজার মানুষ মুখ্যমন্ত্রী অনুষ্ঠানে যোগ দিতে যাবো। তিনি জানান আগামী ২১ জানুয়ারি মুখ্যমন্ত্রী আসবেন বলে শুনেছি।
Leave a Reply