নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট ঃ- উপাচার্য হীন দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়ের পরিকাঠামোগত উন্নয়নে এবার সরব বালুরঘাটের বিজেপি বিধায়ক অশোক লাহিড়ী। রাজ্য শিক্ষা দপ্তরের হস্তক্ষেপে দ্রুত সমস্যা সমাধান হবে বলেও তিনি আশাবাদী ।।
প্রসঙ্গত, অস্থায়ী জায়গায় ওপর বছর কয়েক আগে চালু হয়েছে দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়। যার নেই স্থায়ী ক্যাম্পাস, ২১-২২ সালে বরাদ্দকৃত অর্থ ব্যবহার করা হয়নি এখনও, টু এফ অনুযায়ী পাঁচটি বিষয়ে নেই পঠনপাঠনের ব্যবস্থা। স্থায়ী শিক্ষক ও কর্মী নিয়োগ হয়নি। এছাড়া স্থায়ী উপাচার্য দায়িত্বে আসছেন না কেউ। যা নিয়ে কার্যত টালমাটাল পরিস্থিতি এই বিশ্ববিদ্যালয়ের। দ্রুত এই বিশ্ববিদ্যালয়ের হাল ফেরাতে এবার রাজ্য সরকারের দিকেই তাকিয়ে বিধায়ক।
Leave a Reply