নিজস্ব সংবাদদাতা, মালদা—–এবছরও ফের মালদহে রক্তদান উৎসবের উদ্যোগ তৃণমূল যুব কংগ্রেসের। সোমবার মালদহ প্রেস কর্নারে সাংবাদিক বৈঠক করে বছরভর রক্তদান কর্মসূচির ঘোষণা তৃণমূল যুব কংগ্রেসের। মালদহে ১৪৬টি গ্রাম পঞ্চায়েতের প্রতিটিতেই রক্তদান শিবির করা হবে বলে জানিয়েছেন জেলা তৃণমূল যুব সভাপতি বিশ্বজিৎ মন্ডল।
গত বছর মালদহে যুব তৃণমূলের উদ্যোগে ৬৬ টি রক্তদান শিবির থেকে সংগৃহীত হয়েছিল তিন হাজার ইউনিট রক্ত। এবার সংগ্রহের মাত্রা অন্তত দ্বিগুণ করার উদ্যোগ যুব তৃণমূলের।
মালদহ জেলায় প্রতিবছর প্রায় ৩৪ থেকে ৩৬ হাজার ইউনিট রক্তের প্রয়োজন হয়। এরমধ্যে বিভিন্ন রক্তদান শিবির থেকে সংগৃহীত হয় গড়ে ১২ হাজার ইউনিট রক্ত। বাকি প্রয়োজনীয়তা মেটানোর জন্য বিভিন্ন রক্ত গ্রহীতার আত্মীয়দের থেকে রক্ত সংগ্রহ করা হয়। এই পরিস্থিতিতে আরও বেশি মাত্রায় যুবদের রক্তদানের উৎসবে সামিল হওয়ার আবেদন তৃণমূল যুব কংগ্রেসের।
Leave a Reply