নিজস্ব সংবাদদাতা, মালদা—টিফিন ক্যারিয়ারে চারটি প্যাকেটে বিপুল পরিমাণ নিষিদ্ধ মাদক পাচারের ছক ভেস্তে দিল মালদা টাউন স্টেশনের জিআরপি। ডাউন কাটিহার-হাওড়া এক্সপ্রেসের জেনারেল কামরায় তল্লাশি অভিযান চালিয়ে প্রায় দশ কোটি টাকার ব্রাউন সুগার সহ গ্রেপ্তার করল এক পাচারকারীকে।জিআরপি সূত্রে খবর, ধৃত মাদক পাচারকারীর নাম ইসমাইল সেখ, বয়স ২৮ বছর। বাড়ি মুর্শিদাবাদ জেলার সুতি থানার চাঁদনিচক এলাকায়। সে নাগাল্যান্ডের ডিমাপুর থেকে বিপুল পরিমাণ ব্রাউন সুগার নিয়ে প্রথমে এনজেপি স্টেশনে আসে। সেখান থেকে কাটিহারে যায়। এরপর কাটিহার থেকে ডাউন কাটিহার-হাওড়াগামী এক্সপ্রেসের জেনারেল কামরায় ওঠে। কোলকাতা এসটিএফ মারফত জিআরপি এই খবর পেয়ে রবিবার রাতে মালদা টাউন স্টেশনে ফাঁদ পাতে। ডাউন কাটিহার-হাওড়া এক্সপ্রেস ট্রেন মালদা টাউন স্টেশনে পৌঁছতেই সাদা পোশাকের জিআরপি ট্রেনে তল্লাশি, অভিযান শুরু করে। ওই সময় ট্রেনের জেনারেল কামরার সিটের নিচের এক কোনায় রাখা একটি টিফিন ক্যারিয়ার উদ্ধার করে। টিফিন ক্যারিয়ার খুলতেই তা থেকে উদ্ধার হয় চারটি প্লাস্টিকের ব্যাগ। সেই ব্যাগেই মেলে ২ কেজি ১৮ গ্রাম ব্রাউন সুগার। যার আনুমানিক বাজারমূল্য দশ কোটি টাকার কিছু বেশি। এই ঘটনায় জিআরপি ইসমাইল সেখ নামে মুর্শিদাবাদ জেলার এক মাদক পাচারকারীকে গ্রেপ্তার করে। এবং সোমবার ধৃতকে সাতদিনের হেপাজত চেয়ে পেশ করে মালদা জেলা আদালতে।
Leave a Reply