নিজস্ব সংবাদদাতা, মালদা :–-মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মালদা আগমণের প্রাক্কালে মালদার হবিবপুর ব্লকে বিজেপি দলে ভাঙন ধরাল রাজ্যের শাসক দল তৃণমূল। বিজেপি ছেড়ে বেশকিছু কর্মী যোগদিলেন তৃণমূলে। রবিবার সন্ধ্যায় এই যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হল হবিবপুর ব্লকের বুলবুলচন্ডীতে অবস্থিত ব্লক তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি কার্যালয়ে। উপস্থিত ছিলেন তৃণমূলের ব্লক সভাপতি কিছু মুর্মু,আইএনটিটিইউসির ব্লক সভাপতি সুবোধ রায় সহ অন্যান্যরা। এদিন তাদের হাত ধরেই বিজেপির বুলবুলচন্ডী অঞ্চলের শক্তিকেন্দ্র প্রমুখ কৃষ্ণ সিংহ সহ বেশ কয়েকজন বিজেপি কর্মী তৃণমূলে যোগদান করেন। যদিও এই যোগদানকে কর্মসূচিকে মোটেই আমল দিতে রাজি নন হবিবপুর ব্লক বিজেপি নেতৃত্ব।
Leave a Reply