জাতীয় সড়কে দুর্ঘটনার হাত থেকে বাঁচাতে সারমেয় ও গবাদি পশুদের গলায় পরানো হল রেডিয়াম বেল্ট।

নিজস্ব সংবাদদাতা, গঙ্গারামপুর: জাতীয় সড়কে দুর্ঘটনার হাত থেকে বাঁচাতে সারমেয় ও গবাদি পশুদের গলায় পরানো হল রেডিয়াম বেল্ট।গঙ্গারামপুরের বাসিন্দা সমীর বাসফোর নামে এক যুবক নিজের উদ্যোগেই এই কর্মযজ্ঞে নেমেছে।তার এমন কাজকে সাধুবাদ জানিয়েছে শহরবাসী।

প্রসঙ্গত, তীব্র কুয়াশার কারণে বিভিন্ন সময় জাতীয় ও রাজ্য সড়কে পথদুর্ঘটনার কারণে প্রাণ হারাতে হয় সারমেয় ও গবাদি পশুদের। তেমনিই সামনে চলে আসা সারমেয়কে বাঁচাতে গিয়ে, বাইক থেকে চারচাকা গাড়ির অনেক চালকেরাই দুর্ঘটনায় কবলে পড়েন। জাতীয় সড়কের বিভিন্ন প্রান্তেই দেখা মেলে দুর্ঘটনায় পড়ে থাকা সারমেয়দের ছিন্ন-ভিন্ন দেহের।

তাই এবার পথ সারমেয় ও গবাদি পশুদের দুর্ঘটনার হাত থেকে বাঁচাতে পরানো হল রেডিয়াম বেল্ট।রেডিয়াম বেল্টের কারণে অন্ধকার রাস্তায় যদি কোনো কারণে সারমেয় উঠে পরে তার অবস্থান বহু দূর থেকেই বুঝতে পেরে সতর্ক হতে পারবেন বাইক ও চারচাকার চালকরা। ফলে দুর্ঘটনার হাত থেকে উভয়েই রক্ষা পাবে বলে দাবি সমীর বাসফোরের।এদিন গঙ্গারামপুর শহরের চৌপথী,বাসস্ট্যান্ড,নিউ মার্কেট সহ বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে পথ সারমেয় ও গবাদি পশুদের রেডিয়াম বেল্ট পোড়ানো হলো। এই বিষয়ে ওই যুবক জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *