বাঁকুড়া, নিজস্ব সংবাদদাতা:- খেলার মাঠ দখল করে প্রোমোটারদের কাছে বিক্রি করার চেষ্টা করছিলেন মাঠের মালিক পক্ষ। মাঠের চারিদিকে পুঁতে ফেলা হয়েছিল পিলার। প্রজন্মের পর প্রজন্ম ধরে খেলে আসা সেই মাঠ এভাবে দখল হতে দেখে চুপ করে থাকেনি গ্রামের মানুষ। মাঠ বাঁচাতে গ্রামের আট থেকে আশি সকলেই মাঠে নেমে জানালেন প্রতিবাদ।
প্রোমোটারের থাবায় হারিয়ে যাচ্ছে একের পর এক মাঠ। হারিয়ে যাচ্ছে খেলাধুলা। না। বাঁকুড়ার সোনামুখী ব্লকের রামপুর বাউরীপাড়া এলাকায় তেমনটা হয়নি। পাড়া লাগোয়া একটি মাঠে প্রজন্মের পর প্রজন্ম ধরে ফুটবল থেকে ক্রিকেট সমস্ত ধরনের খেলা ধরে রেখেছেন স্থানীয় বাসিন্দারা। পাড়া লাগোয়া মাঠে স্থানীয়রা শুধু দৈনিক অনুশীলন করাই নয় সেই মাঠে বিভিন্ন সময় টুর্নামেন্টেরও আয়োজন করেন স্থানীয়রা । প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা এই ধারাবাহিকতায় হঠাৎ ছেদ পড়ে সম্প্রতি। স্থানীয়দের দাবী সম্প্রতি মাঠের মালিকপক্ষ ওই মাঠ ঘিরে দখল করার চেষ্টা করে। মাঠের চারিদিকে পুঁতে দেওয়া খুঁটি। এতেই খেলার মাঠ হারানোর আশঙ্কায় প্রমাদ গোনেন স্থানীয় রামপুর বাউরী পাড়ার বাসিন্দারা। স্থির হয় কোনো পরিস্থিতিতেই তাঁরা ওই মাঠকে হারাতে দেবেন না। স্থানীয়দের দাবী মাঠের মালিক স্থানীয় দাস পরিবার হলেও এতদিন ধরে গ্রামের মানুষ সেখানে খেলাধুলা করে এসেছে। আগামীতেও সেখানে কেউ কোনো নির্মাণ করবেন না। শুধু তাঁদের দাবী খেলার মাঠকে খেলার মাঠ হিসাবেই রাখতে হবে। মাঠের মালিকপক্ষর দাবী এলাকায় অন্য মাঠ রয়েছে। সেখানে খেলাধূলা হতে পারে। এতদিন ফাঁকা জায়গা পড়ে থাকায় এই মাঠেও খেলাধূলা হত। এখন তাঁরা ওই মাঠের দখল নিতে গেলে রাজনৈতিক উস্কানিতে আন্দোলন করছে স্থানীয়রা। এক্ষেত্রে প্রয়োজনে আইনগত আশ্রয় নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন মাঠের মালিকপক্ষ।
Leave a Reply