আবারো মালদার গাজোলে বিপুল পরিমাণ নিষিদ্ধ কাফ সিরাপ উদ্ধার।

নিজস্ব সংবাদদাতা, মালদা—-আবারো মালদার গাজোলে বিপুল পরিমাণ নিষিদ্ধ কাফ সিরাপ উদ্ধার।এস টি এফ ও গাজোল থানার পুলিশের যৌথভাবে বড়সড় সাফল্য, এসটিএফ এবং পুলিশ হাতে বিপুল পরিমাণ কাফ সিরাফ। বিপুল পরিমাণ নিষিদ্ধ কাফ সিরাপ সহ গ্রেপ্তার করল চার পাচারকারীকে। এসটি এফ এর সুত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যা নাগাত এসটিএফ এবং গাজোল থানার পুলিশ বিপুল পরিমাণ নিষিদ্ধ কাফ সিরাপ পাচারের খবর পেয়ে গাজোলের দেওতলা ৫১২নং জাতীয় সড়কে জাল বিছায়। সেই জালে ধরা পড়ে উত্তর প্রদেশের নম্বর প্লেট লাগানো একটি কন্টেইনার এবং দক্ষিণ দিনাজপুর জেলার নম্বর প্লেট লাগানো একটি বোলেরো গাড়ি। এরমধ্যে পুলিশ কন্টেইনারে তল্লাশি চালাতে গিয়ে প্রথমে লক্ষ্য করে তাতে চিড়া বোঝাই রয়েছে। কিন্তু আরও তন্নতন্ন করে তল্লাশিউ চালাতে গিয়ে কন্টেইনার চালকের পেছনে একটি গোপন কুঠুরি লক্ষ্য করে। সেই গোপন কুঠুরি থেকে নিষিদ্ধ কাফ সিরাপ বোঝাই ১০০টি প্যাকেট উদ্ধার হয়। প্রতিটি প্যাকেটে ২০০ বোতল কাফ সিরাপ মেলে। ফলে সব মিলিয়ে প্রায় ২০ হাজার বোতল কাফ সিরাপ বাজেয়াপ্ত করে পুলিশ। এবং এই পাচারের ঘটনায় জড়িত সন্দেহে মোট চারজনকে গ্রেপ্তার করে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান নিষিদ্ধ কাফ সিরাপগুলি বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। তবে কোথা থেকে আসছিল? কোথায় যাচ্ছিল? এই পাচার চক্রে আর কে কে জড়িত রয়েছে এই সমস্ত বিষয়ে এখনও কিছু জানা যায়নি। তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *