পঃ মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর,এই বার্তা নিয়ে পথ কুকুরদের নিজের অর্থ ব্যয় করে তার খাবার ও চিকিৎসার জন্য ব্যয় করছেন পশ্চিম মেদিনীপুর জেলার হুমগড় ইউথ কমিটির সক্রিয় সদস্য অভিজিৎ আটা, জানা গিয়েছে গত ৮ থেকে ৯ বছর ধরে নিজের রোজগারের অর্ধেক টাকা ব্যয় করে পথ কুকুরদের খাবার ও চিকিৎসায় ব্যয় করে চলছেন তিনি, তার এই কর্মকাণ্ড তে খুশি পশু প্রেমিকেরা,কমিউনিটির প্রতিষ্ঠাতা সৌরভ দাস ও সভাপতি অমিতাভ গোস্বামী জানিয়েছেন তার এই কর্মকাণ্ডতে আমরা খুব খুশি হয়েছি এবং আগামী দিনে তাকে কিভাবে এই বিষয়ে এগিয়ে নিয়ে যাওয়ার সাহায্য করা যায় সেই বিষয় নিয়ে আমাদের অন্যান্য কমিউনিটির সদস্যরা কথোপকথন করছি।
Leave a Reply