নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার : – গোর্খা মাঘে মিলন উৎসব শুক্রবার বিকেলে আয়োজিত হল কালচিনি বক্সা ময়দানে দুই দিন ব্যাপী চলবে এই উৎসব। এদিন এক শোভাযাত্রা বের হয় ওই শোভাযাত্রাটি কালচিনির বিভিন্ন এলাকা পরিক্রমা। জানা গিয়েছে, এই উৎসবে গোর্খা সম্প্রদায়ের বিভিন্ন জনজাতি স্টল বসেছে। স্টলে তাদের প্রাচীন বাদ্যযন্ত্র, লিপি, পোশাক সহ বিভিন্ন জিনিস প্রদর্শনী করা হয়েছে। এছাড়া গোর্খা সম্প্রদায়ের নানান খাদ্যেরও স্টল বসেছে।
Leave a Reply