১৪ মাস পর কোলাঘাটের স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় মূল অভিযুক্ত কে গ্রেফতার করলো পুলিশ।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটের উত্তর জিঞাদার স্বর্নব্যবসায়ী সমীর পড়িয়া খুনের সাথে যুক্ত মুল অভিযুক্ত গোরা শা নামে এক ব্যাক্তিকে হেঁড়িয়া থেকে গ্রেপ্তার করেছিল জেলা পুলিশের এক তদন্তকারী দল। প্রায় ১৪ মাস পর পুলিশের জালে এই অভিযুক্ত ধরা পড়েছে বলে জানা গেছে। প্রসঙ্গত উল্লেখ্য, ২০২৩ সালের ২০ শে নভেম্বর রাত পৌনে ন’টা নাগাদ ওই স্বর্ণব্যবসায়ী ১৬ নম্বর জাতীয় সড়কের জিঞাদা বাজার থেকে বাড়ি ফেরার পথে দুষ্কৃতকারীদের এক দল গুলি করে নৃশংসভাবে খুন করে সমীরের কাছে থাকা সোনা ও টাকা নিয়ে চম্পট দেয়। ঘটনার পর-পরই এলাকার নাগরিকেরা ওই খুনের প্রতিবাদে এলাকায় নাগরিক নিরাপত্তার দাবীতে “নাগরিক সুরক্ষা কমিটি” গড়ে তুলে আন্দোলনে নামেন। একাধিকবার জেলা শাসক,পুলিশ সুপার এবং কোলাঘাটের বিডিও’কে বিক্ষোভ-ডেপুটেশনও দেন নাগরিকেরা। ঘটনার কয়েকদিন পর হাওড়ার শ্যামপুর থেকে ঈশা হক নামে এক দুষ্কৃতকারীকে পুলিশ গ্রেফতার করে। এর বেশ কয়েক মাস পর বাগনান থেকে শেখ রাজু নামে পাঁশকুড়ার এক বাসিন্দাকে পুলিশ গ্রেফতার করে। লাগাতার আন্দোলনের চাপে অবশেষে জেলা পুলিশের ওই দল মুল পান্ডা গোরা শা নামে এক অভিযুক্তকে গ্রেফতার করা হয়। কোলাঘাট থানার oc রাজকুমার কুন্ডু বলেন মূলত ছিনতাই করার জন্যই খুন করেছিল জেরাতে স্বীকার করেছেন অভিযুক্ত। ছিনতাই করার সময় বাধা পায় সেই জন্যই গুলি চালাঅভিযুক্ত। অভিযুক্তর কাছ থেকে কিছুটা শোনা উদ্ধার করতে পেরেছে পুলিশ। এই দিন অভিযুক্তকে তমলুক কোর্টে তোলা হয় বলে জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *