নিজস্ব সংবাদদাতা, মালদা, 26 জানুয়ারি:- মালদার গাজোল কদু বাড়ি মোড় দুটি পণ্যবাহী লরি সংঘর্ষের জেরে বড়সড় দুর্ঘটনা হাত থেকে অল্পের জন্য বেঁচে গেল দুই গাড়ি চালক। রবিবার সকালের ঘটনা।তারা সামান্য জখম হয়েছেন তাদের নাম মোরশালিম শেখ বয়স ২৬ বছর, ও উমার ফারুক বয়স ২১,বাড়ি ১৭ মাইল বীর নগর ।রাহুল শেখ বয়স ২৪,তাদের বাড়ি বৈষ্ণবনগর থানার অন্তর্গত।জানা গিয়েছে, রবিবার সকাল ৬ টা নাগাদ, এক পন্যবাহী লরি ভুটান থেকে সাদা পাথরের ধুস লোড করে নিয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছিল। গাজোল কদু বাড়ী সামসি ৮১ নং জাতীয় সড়কের দিক থেকে একটি ইট বোঝায় করে পন্যবাহী লরি বেপরোয়া ভাবে চালিয়ে এসে নিমন্ত্রণ হারিয়ে সজোরে এসে ধাক্কা মারে আর একটি লরি কে। এর ফলে রাস্তায় উপর দুই পন্যবাহী লরি মাল গুলি ছিটকে পরে যায়। পাশাপাশি রাস্তায় থাকা রেলিং ও পোস্ট লাইটের খুঁটি ভেঙ্গে চুরমার হয়ে যায়। দুটো গাড়ি বেশ ক্ষয় ক্ষতি হয়।এরপর পুলিশ প্রশাসন এসে ক্রেন গাড়ি দিয়ে দুটি গাড়িকে রাস্তার উপর থেকে সরিয়ে দেন।
মালদার গাজোল কদু বাড়ি মোড় দুটি পণ্যবাহী লরি সংঘর্ষের জেরে বড়সড় দুর্ঘটনা হাত থেকে অল্পের জন্য বেঁচে গেল দুই গাড়ি চালক।

Leave a Reply