নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- চা এর প্রতি ভালোবাসা নেই, এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। কনকনে ঠান্ডা হোক আর ঝমঝমিয়ে বৃষ্টি, চা ছাড়া কোনটাই পরিপূর্ণ না। তবে চা নিজের পছন্দ অনুযায়ী তৈরি হলে তো সোনায় সোহাগা। আর এই সুযোগ এনে দিয়েছে মাঝেরডাবরী চা বাগান।আলিপুরদুয়ারের মাঝেরডাবরী চা বাগানের টি লাউঞ্জ বসে আপনি তৈরি করে নিতে পারবেন আপনার পছন্দের চা। চা বাগানের পক্ষ থেকে এর পোশাকি নাম “ব্রু ইওর ওন ব্লেন্ড”। ফুল থেকে শুরু করে মশলা সব দেওয়া থাকবে আপনার সামনে। আপনার চাহিদা অনুযায়ী সেগুলি ব্যবহার করে তৈরি করে নিতে পারবেন চা। এই উদ্যোগ ভারতে প্রথম বলেই দাবি ওই চা বাগানের ম্যানেজার চিন্ময় ধরের। তিনি জানান, “এই উদ্যোগ ভারতে কোনও চা বাগান নেয়নি। চা প্রেমী মহলে দারুণ সাড়া ফেলবে এই উদ্যোগ।”
আলিপুরদুয়ারের মাঝেরডাবরী চা বাগানের টি লাউঞ্জ বসে আপনি তৈরি করে নিতে পারবেন আপনার পছন্দের চা।

Leave a Reply