দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- সরস্বতী পুজোয় অগ্নি মূল্য প্রতিমার বাজার দর। দুদিন বাদেই ঘরে ঘরে পুজিত হবেন বিদ্যার দেবী। প্রতিমার দাম ঊর্ধ্বমুখী হওয়ায় সাধারণ মানুষের পকেটে চাপ পড়েছে। ক্রেতারা জানিয়েছেন, গতবারের তুলনায় এবার সরস্বতী প্রতিমার দাম বেশি। প্রতিমার পাশাপাশি পুজোর অন্যান্য উপকরণের দামও বৃদ্ধি পেয়েছে।
অপরদিকে, মৃৎশিল্পীরা মূর্তির সঠিক দাম পাচ্ছেন না বলে অভিযোগ। রং সহ বিভিন্ন সাজসজ্জার সামগ্রীর দাম বৃদ্ধির কারণে প্রতিমার দাম সেই অনুসারে বিক্রি করতে হচ্ছে। প্রতিমা তৈরীর উপকরণের দাম বেড়ে যাওয়ায় ছোট এবং বড় প্রতিমার দাম বেড়েছে। প্রতিমার দাম বেড়ে যাওয়ায় ক্রেতারা চড়া দামে কিনতে চাইছে না। ফলে বেশিরভাগ ক্ষেত্রেই ক্ষতির মুখে পড়তে হচ্ছে মৃৎশিল্পীদের।
Leave a Reply