পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোড রেল স্টেশন সংলগ্ন বানজারা সম্প্রদায়ের ক্ষুদে পড়ুয়াদের সাথে আনন্দ বিনিময় করার লক্ষ্যে চড়ুইভাতীর আয়োজন করল স্থানীয় বিশিষ্ট সমাজসেবী রাজীব ঘোষ, জানা গিয়েছে শুক্রবার চন্দ্রকোনারোড শহর সংলগ্ন পরিমল কানন পার্কে খুদে পড়ুয়াদের নিয়ে চড়ুইভাতীর আয়োজন করা হয়, এই দিন নিজের অর্থ খরচ করে এই উদ্যোগ বলে জানিয়েছেন তিনি পাশাপাশি আগামী দিনেও এই ধরনের সমাজ সেবক মূলক কর্মসূচি চালিয়ে যাবেন বলে জানিয়েছেন তিনি।
স্থানীয় বিশিষ্ট সমাজসেবী রাজীব ঘোষের উদ্যোগে বানজারা সম্প্রদায়ের ক্ষুদে পড়ুয়াদের নিয়ে চড়ুইভাতির আয়োজন ।

Leave a Reply