পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- আজ অর্থাৎ শনিবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন পেস করলেন কেন্দ্রীয় বাজেট, এরপরেই পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থেকে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মতামত জানালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তিনি প্রথমে অত্যন্ত খুশি হয়েছেন এই বাজেটে, তিনি স্পষ্টভাবে জানিয়ে দিলেন এই বাজেটের ফলে ভারতের অর্থনৈতিক কাঠামো আরো মজবুত হবে, পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ বাড়বে, মধ্যবিত্ত পরিবার থেকে শুরু করে নিম্নবিত্ত পরিবারের মানুষজনের বিভিন্ন সুযোগ-সুবিধা আসবে, স্বাস্থ্যেও এই বাজেট সুফল আনতে চলেছে বলে মতামত জানান এই দিন, পাশাপাশি এই বাজেটে কৃষকদের স্বার্থে লোনের পরিমাণ তিন লক্ষ টাকা থেকে বাড়িয়ে পাঁচ লক্ষ টাকা করে দেওয়া হয়েছে সেই পরিপ্রেক্ষিতে শুভেন্দু অধিকারী জানিয়েছেন এতে বহু উপকৃত হবে চাষিরা, পাশাপাশি মধ্যবিত্ত ও নিম্নবিত্তদের কথা মাথায় রেখে বারো লক্ষ টাকা ছাড় দেয়া হয়েছে কর এ, সেই বিষয় নিয়ে এতে অনেকেই সুবিধা পাবে বলে জানিয়েছেন তিনি, পাশাপাশি প্রত্যেকটি জেলা হাসপাতালে ক্যান্সার রোগের চিকিৎসা চালু করার ঘোষণা হয়েছে এই কেন্দ্রীয় বাজেটে, সেই বিষয় নিয়ে শুভেন্দু অধিকারী জানিয়েছেন এতে সাধারণ মানুষ বহু উপকৃত হবে, অন্যদিকে এই বাজেট পেশ করার পর রাজ্যের অমিত মিত্র মহিলাদের বিষয় নিয়ে খোঁচা দিয়েছেন সেই বিষয় নিয়ে এবার মুখ খুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তিনি বলেন এতে মহিলারাও অনেক সুযোগ-সুবিধা পাবে এই বাজেটে, পাশাপাশি বিহারে চারটি এয়ারপোর্ট তৈরি করা নিয়ে খোঁচা দিয়েছে তৃণমূল সেই বিষয় নিয়ে এবার মুখ খুললেন বিরোধী দলনেতা তিনি স্পষ্টভাবে জানিয়ে দিলেন এ রাজ্যেও অনেক অবদান এসেছে এয়ারপোর্ট তৈরি করা নিয়ে সেই প্রপোজাল লিখিতভাবে সব না করে দিয়েছেন মুখ্যমন্ত্রী, পাশাপাশি এই বাজেট নিয়ে কার্যত নীশানা করলেন তৃণমূলকে।
কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের বাজেট পেশ করার পর তমলুক থেকে মতামত জানালেন বিরোধী দলনেতা ।

Leave a Reply