নিজস্ব সংবাদদাতা, মালদা :- ‘সাবধানে চালাও, জীবন বাঁচাও’ এই স্লোগানদের সামনে রেখে মালদা জেলা ট্রাফিক পুলিশের উদ্যোগে মালদা শহরের প্রাণকেন্দ্র রথবাড়ী মোড় জেলা ট্রাফিক পুলিশ অফিসের সামনে হেলমেট বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। পথ দুর্ঘটনা কমানোর উদ্দেশ্যে মোটর বাইকে হেলমেট বিহীন মানুষদের সচেতন করতে হেলমেট পরিয়ে তাদের সচেতন করা হয়। এছাড়া যে সমস্ত মানুষ হেলমেট পড়ে আসছেন তাদের গোলাপ ফুল দিয়ে সংবর্ধনা করে বাইকে সেফ ড্রাইভ, সেভ লাইফ স্টিকার লাগিয়ে সচেতন করা হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন ট্রাফিক ডিএসপি শ্যামল চন্দ্র দাস, ট্রাফিক আই সি দেবু চক্রবর্তী, ট্রাফিক অফিসার সুজিত রায়, প্রবেশ দাস সহ অন্যান্য অফিসাররা।
ট্রাফিক ডিএসপি জানান, পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে যানবাহন চালক সহ পথ চলতি মানুষদের সচেতন করতে ট্রাফিকের তরফ থেকে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। তার মধ্যে এই হেলমেট বিতরণ একটা কর্মসূচি। পথ দুর্ঘটনা কমাতে বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তার মোড়ে জেব্রা ক্রসিং করা হবে। তাতে মানুষ অনেক সচেতন হবে।
Leave a Reply