দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- রসিদ না দিয়েই জরিমানার অর্থ নিচ্ছি টিটি। শুক্রবার দক্ষিণ দিনাজপুর জেলায় ঢুকতেই তুমুল বিক্ষোভ ভাতিন্ডা বালুরঘাটগামী এক্সপ্রেসে। যাত্রী সুরক্ষায় রেলের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। বালুরঘাট থেকে কয়েকজন শিক্ষক গিয়েছিলেন মহাকুম্ভে। গতকাল তারা বালুরঘাটের উদ্দেশ্যে রওনা দেন। তাদের প্রত্যেকেই সংরক্ষিত আসনের যাত্রী ছিলেন। অভিযোগ, মাঝপথে টিকিট ছাড়া প্রচুর যাত্রী তোলে আরপিএফ। এদিন সকালে ইতিমধ্যে ট্রেনটি ঢোকে দক্ষিণ দিনাজপুরে। এরপরেই কয়েকজন টিটি আসেন টিকিট চেক করতে। এদিকে টিকিট ছাড়া বহু যাত্রীর কাছ থেকে তারা টাকা তোলেন জরিমানা বাবদ। কিন্ত তাদের সেই সংক্রান্ত কোনো রসিদ দেওয়া হয়না। এরপরেও সংরক্ষিত আসনের ওই শিক্ষকরা এর প্রতিবাদ করতে শুরু হয় বিক্ষোভ। সেখানেই আর পি এফ দ্বারা গ্রেপ্তারের ভয় দেখায় টিটি। যা নিয়ে আরও উত্তেজনা বেড়ে যায় ট্রেনের কামরায়। অবশেষে যাত্রী বিক্ষোভের মুখে পরে বেশ কয়েকজনের টাকা ফেরত দেয় দিয়ে পিছু হঠতে বাধ্য হয় টিটি।
রসিদ না দিয়েই জরিমানার অর্থ নিচ্ছি টিটি, শুক্রবার দক্ষিণ দিনাজপুর জেলায় ঢুকতেই তুমুল বিক্ষোভ ভাতিন্ডা বালুরঘাটগামী এক্সপ্রেসে।

Leave a Reply