ঘাটাল পাঁশকুড়া রাজ্য সড়কের দাসপুরের বেলিঘাটা এলাকায় পথ অবরোধ এলাকার মানুষজনদের ।

পঃ মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- এলাকার বেশ কিছু মানুষের দাবি পুলিশ রাজ্য সড়কে কেন গাড়ি ধরবে, কেন গাড়ি চেকিং করবে, গতকালের বেলিয়াঘাটা এলাকায় বাইক দুর্ঘটনার জন্য দায়ী পুলিশ এমনটাই অভিযোগ আন্দোলনকারী ব্যক্তিদের, ঘটনাস্থলে উপস্থিত হয় দাসপুর থানার পুলিশ ,ঘাটাল মহকুমা পুলিশ আধিকারিক সহ একাধিক পুলিশ আধকারকেরা, পুলিশকে দেখেই আন্দোলনকারীরা পিছু হাঠতে শুরু করে, বেশকিছু জনকে দেখা যায় । পুলিশের সাথে বাক বিতণ্ডায় জড়িয়ে পড়ে মানুষজন, বেশ কিছুক্ষণ পর পুলিশের হস্তক্ষেপে ওঠে পথ অবরোধ, শুরু হয় যান চলাচল। ঘটনায় ঘটনা স্থল থেকে আটজনকে আটক করেছে দাসপুর থানার পুলিশ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *