রাজীব দত্ত , জলপাইগুড়ি:- ১৭-১৯ জানুয়ারি জলপাইগুড়ির পি.ডি উইমেন্স কলেজে অনুষ্ঠিত হয়ে গেল পশ্চিমবঙ্গ ইতিহাস সংসদের চল্লিশতম বার্ষিক অধিবেশন। অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন আয়োজক কলেজের অধ্যক্ষ সমাপ্তি সাহা। প্রধান অতিথির ভাষণ দেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের এমিরেটস অধ্যাপক বঙ্গরত্ন আনন্দ গোপাল ঘোষ। অধিবেশনে মূল নিবন্ধকারের ভাষণ দেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক অরবিন্দ সামন্ত। এবার প্রাচীন ভারত, মধ্যযুগের ভারত , আধুনিক ভারত ও ভারত বহির্ভূত অন্যান্য দেশ বিভাগে বিভাগীয় সভাপতিরা ছিলেন অধ্যাপক প্রজিৎ কুমার পালিত-আসাম বিশ্ববিদ্যালয়, অধ্যাপক স্বাতী বিশ্বাস -কলকাতা বিশ্ববিদ্যালয়, অধ্যাপক অচিন্ত্য দত্ত -বর্ধমান বিশ্ববিদ্যালয়, অধ্যাপক সোমা মারিক- রামকৃষ্ণ সারদা বিদ্যাভবন। অধিবেশনের দ্বিতীয় দিনে “ইতিহাস রচনায় ব্যাখ্যা,তথ্য নির্ভরতা ও বস্তুনিষ্ঠতা” বিষয়ে অধ্যাপক আব্দুল ওয়াহব স্মারক বক্তৃতা দেন অধ্যাপক হিতেন্দ্র কুমার প্যাটেল, অধ্যাপক মধুপর্ণা রায় চৌধুরী ও অধ্যাপক রাজকুমার চক্রবর্তী।
ত্রিদিবসীয় অধিবেশনে বিভিন্ন বিভাগে এবার প্রবন্ধ পেশ করেন ২৯৫ জন গবেষক। অধিবেশনের দ্বিতীয় ও তৃতীয় দিনে ইতিহাস সংসদের তিন বছর অন্তর যে নির্বাচন হয় তাতে জয়লাভ করেন ১৪জন অধ্যাপক ও একজন শিক্ষক।তাদের নিয়ে গঠিত হয় নতুন কর্মসমিতি। নতুন কর্সমসমিতির সভাপতি নির্বাচিত হন অধ্যাপক অরুণ বন্দ্যোপাধ্যায় -কলকাতা বিশ্ববিদ্যালয়,সহ সভাপতি নির্বাচিত হন অধ্যাপক আশীষ কুমার দাস -রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়। সম্পাদক নির্বাচিত হন অধ্যাপক বিমান সমাদ্দার-শান্তিপুর কলেজ, যুগ্ম সম্পাদক নির্বাচিত হন অধ্যাপক মহীতোষ গায়েন, উপাধ্যক্ষ সিটি কলেজ ও অধ্যাপক শুভ্রাংশু রায়-সোনারপুর মহাবিদ্যালয় । কোষাধ্যক্ষ নির্বাচিত হন অধ্যাপক সাজেদ বিশ্বাস, কর্মসমিতির নির্বাচিত অন্য সদস্যরা হলেন অধ্যাপক অরবিন্দ সামন্ত, অধ্যাপক সুস্নাত দাশ, অধ্যাপক অপর্ণা বন্দ্যোপাধ্যায়, অধ্যাপক শুভঙ্কর দে, অধ্যাপক সুদীপা বন্দ্যোপাধ্যায়,শিক্ষক মিহির দত্ত,অধ্যাপক অনুপ পোল্ল্যে,অধ্যাপক বিদূষী সরদার ও অধ্যাপক সুলগ্না সোম।
পশ্চিমবঙ্গেৱ বিভিন্ন জেলা,আসাম ও বাংলাদেশ থেকে এবারের অধিবেশনে যোগদান করেন প্রায় ৩৫০ -এর উপর প্রতিনিধি। পশ্চিমবঙ্গ ইতিহাস সংসদের এই অধিবেশনের যুগ্ম সম্পাদক অধ্যাপক মহীতোষ গায়েন বলেন -” বিজ্ঞান ভিত্তিক,ধর্মনিরপেক্ষ, বস্তুনিষ্ঠ,অরাজনৈতিক ইতিহাস চর্চাই আমাদের লক্ষ্য।আমরা সারা বছর ধরে ইতিহাস চর্চা ও গবেষণা, গ্রন্থ প্রকাশ,অধিবেশনে পঠিত নির্বাচিত প্রবন্ধ নিয়ে প্রতিবছর গবেষণা গ্রন্থ ‘ইতিহাস অনুসন্ধান’ প্রকাশ করি এবং বিভিন্ন আলোচনা চক্র, স্মারক বক্তৃতা, সেমিনার ও ওয়ার্কশপের আয়োজন করি”।এবারের অধিবেশনে গতবছর অনুষ্ঠিত অধিবেশনে পঠিত নির্বাচিত প্রবন্ধ নিয়ে ‘ইতিহাস অনুসন্ধান ৩৮’, স্মরণিকা ও অন্যান্য গ্রন্থ প্রকাশিত হয়।
Leave a Reply