নিজস্ব সংবাদদাতা, গঙ্গারামপুর:- ফিতে কেটে প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে দক্ষিণ দিনাজপুর জেলা সৃষ্টিস্ত্রী মেলার উদ্বোধন করলেন ক্রেতা সুরক্ষা দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী বিপ্লব মিত্র। এদিনের অনুষ্টানে উপস্থিত ছিলেন জেলা শাসক বিজিন কৃষ্ণা,গঙ্গারামপুরের বিডিও অর্পিতা ঘোষাল, বংশীহারী ব্লকের বিডিও পূজা মিনা,জেলা পরিষদের সদস্য সুভাষ ভাওয়াল প্রমুখ।মূলত পিছিয়ে পড়া মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর করতে পাঁচ দিনের এই মেলার আয়জন করা হয়। মেলায় মোট ৬২ টি স্টলে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা তাদের বিভিন্ন প্রকারের হাতের তৈরি পণ্য বিক্রি করে।মেলায় কাঠের তৈরি সামগ্রী, জৈব শারে উৎপন্ন শাকসবজি দক্ষিণ দিনাজপুর জেলার বিখ্যাত শম্পা মাসুরির চাল, মহিলাদের হাতে তৈরি বিভিন্ন ধরনের পোশাক মেলার স্টল গুলিতে স্থান পায়। প্রায় আড়াই লক্ষ মহিলার এর থেকে আর্থিকভাবে স্বচ্ছল হবে বলে আশা করা যায়। এছাড়াও মেলায় বিভিন্ন ধরনের মুখরোচক খাবারের পসরা সাজিয়ে বসেন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা ।মেলায় ভিড় ছিল চোখে পড়ার মত।
Leave a Reply