নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- বর্তমানে স্মার্টফোনের যুগে কদর কমে গিয়েছে ফোটো তোলার স্টুডিওর। রবিবার সরস্বতী পুজোর দিন ফালাকাটার বিভিন্ন পার্কে, ময়দানে এবং স্কুল কলেজের মাঠে স্মার্টফোনেই ছবি তুলতে দেখা গেল নতুন প্রজন্মকে। কেউ মজলেন সেলফিতে, আবার অনেককে দেখা গেল দল বেঁধে ছবি তুলতে ওই স্মার্টফোনেই। বছর কয়েক আগে সরস্বতী পুজোর দিনে স্টুডিও গুলোতে ছবি তোলার হিড়িক পরে যেত, এবার কার্যত মাছি মারতে হল মালিকদের। ফালাকাটার অন্যতম নামকরা একটি স্টুডিওর মালিক জানান, বহু বছর ধরে স্টুডিওর ব্যবসা চালাচ্ছি। একটা সময় ছিল যখন সরস্বতী পুজোতে দম ফেলার সময় পেতাম না। কিন্তু দুই তিন বছর ধরে কেউ আসেন না।
Leave a Reply