পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- রাজ্যে কয়েক লক্ষ পরিবারকে পাকা বাড়ি তৈরি করার জন্য বাংলা আবাস যোজনার বাড়ি প্রদান করেছে রাজ্য সরকার, ইতিমধ্যেই প্রথম পর্যায়ের টাকা প্রদান করেছে রাজ্য সরকার, সেই মতো বাইরে তৈরীর কাজে নেমে পড়েছে বাংলা আবাস যোজনার উপভোক্তারা, কিন্তু বাড়ি তৈরীর কাজে নেমে কার্যত হিমশিম খেতে হচ্ছে তাদের, কারণ বর্তমানে বাড়ি তৈরীর সরঞ্জামের দাম আকাশ ছোঁয়া, ইট, বালি গুটি কিনতে হিমসিম খেতে হচ্ছে তাদের, মধ্যেই বহু বালি খাদান বন্ধ করে দিয়েছে প্রশাসনের তরফ থেকে, বৈধ বালি খাদান থেকে বালি উঠলেও দাম আকাশ ছোঁয়া, ১০০ সেফটি বা এক ট্রাক্টর বালির মূল্য প্রায় সাত হাজার টাকা, এতেই সমস্যায় পড়েছে বাংলা আবাস যোজনার উপভোক্তারা, পশ্চিম মেদিনীপুর জেলার জঙ্গলমহল গড়বেতা এক নম্বর,দু নম্বর তিন নম্বর ব্লকের বাংলা আবাস যোজনার বাড়ি তৈরির কাজে নেমে নানান সমস্যার কথা তুলে ধরলেন উপভোক্তারা, স্পষ্টভাবে জানিয়ে দিলেন এই টাকা দিয়ে বাড়ি তৈরি করার সম্ভব হচ্ছে না,তাই মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বাড়ি তৈরির টাকা বাড়ানোর দাবি তুলছে তারা, শিলাবতী নদীর তীরবর্তীতে থাকা বাংলা আবাস যোজনা উপভোক্তাদের বক্তব্য বাড়ি তৈরির সরঞ্জামের মূল্য আকাশছোঁয়া হওয়ার কারণে অনেক সমস্যা হচ্ছে তাদের, যেখানে ২০০০ টাকায় একটাক্টর বালি কিনতে হতো সেখানে সেই দাম বেড়ে ৭০০০ টাকা হয়ে দাঁড়িয়েছে, তাই তারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে তাদের সুবিধার্থে যেসব প্রকল্প তাদের হাতে তুলে দেওয়া হয়েছে তাতে ধন্যবাদ জানিয়ে মুখ্যমন্ত্রীকে তাদের বাড়ি তৈরীর সমস্যার কথা তুলে ধরলেন বাংলা আবাস যোজনার উপভোক্তা।
Leave a Reply