রাজ্য সরকারের অসহযোগিতার জন্য দক্ষিণ দিনাজপুর জেলার উন্নয়ন ক্রমশ পেছনের দিকে যাচ্ছে: সুকান্ত মজুমদার।

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- ৫১২ জাতীয় সড়ক সম্প্রসারণ এর জন্য ১৩০০ কোটি টাকা বরাদ্দ করেছিল কেন্দ্রীয় সরকার। প্রায় দুই বছর পরেও সেই রাস্তা সম্প্রসারণের কাজ শুরু করতে পারেনি কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারের অসহযোগিতায় বলে অভিযোগ। আর এই নিয়েই মঙ্গলবার দুপুরে সরব হলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বালুরঘাটে সাংসদ সুকান্ত মজুমদার। কেন্দ্রীয় মন্ত্রী এই বিষয়ে সরব হয়ে বলেন কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে প্রায় ১৩০০ কোটি টাকা এই রাস্তা সম্প্রসারণ এর জন্য বরাদ্দ করা হলেও রাজ্য সরকার এই রাস্তার সম্প্রসারণের জন্য জমি অধিকগ্রহণ করে দেয়নি কিংবা এই রাস্তার অ্যালাইনমেন্ট কেমন হবে সেই বিষয়েও কোনো প্রতিক্রিয়া জানায়নি। এই রাস্তা তৈরি হলে দক্ষিণ দিনাজপুর জেলার বাসিন্দাদের উপকার হবে। এই রাস্তা সম্প্রসারণের জন্য রাজ্য সরকারকে তো এক পয়সাও খরচ করতে হবে না সব পয়সা কেন্দ্রীয় সরকার দেবে। তাই তৃণমূল পরিচালিত রাজ্য সরকারকে বলব এই উন্নয়নের কাজে রাজনীতিকে সরিয়ে রেখে এগিয়ে আসুন যাতে জেলার উন্নয়নে কোন ব্যাঘাত না ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *