দুয়ারে রেশন পরিশেবা চলছে বাড়িতে বসে এমনি অভিযোগ গ্রামবাসীর।

নিজস্ব সংবাদদাতা, মালদা–-দুয়ারে রেশন পরিশেবা চলছে বাড়িতে বসে এমনি অভিযোগ গ্রামবাসীর। রাজ্য সরকার চালু করেছে দুয়ারে সরকার রেশন ব্যবস্থা। অথচ রেশন ডিলার গ্রামে গিয়ে ফিঙ্গার নিয়ে রেশন সামগ্রী বিলি বণ্টন করছেন নিজের বাড়ি থেকে। তাতেও আবার কারচুপি করছেন। কম পরিমাণে দিচ্ছেন বরাদ্দ রেশন সামগ্রী। এমনই নানান অভিযোগ তুলে রেশন ডিলারকে ঘিরে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা।

বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে মালদার মানিকচকের নিরঞ্জনপুর এলাকায়। বিক্ষোভকারী গ্রাহকদের অভিযোগ, সরকারি নিয়মে দুয়ারে সরকার রেশন ব্যবস্থা চালু থাকলেও, তাদের রেশন ডিলার শুধুমাত্র গ্রামে গিয়ে গ্রাহকদের ফিঙ্গার নেন। এরপর তিনি নিজের বাড়ি থেকেই রেশন সামগ্রী বিলি বণ্টন করেন। তাও কম পরিমাণে। এছাড়াও কোন কোন গ্রাহককে প্রতিমাসে রেশন সামগ্রী দেওয়া হয়না। বিভিন্ন কৌশলে তাদের বরাদ্দ সামগ্রী রেশন ডিলার আত্মসাৎ করেন। এর প্রতিবাদেই আজ তারা রেশন ডিলারকে ঘিরে বিক্ষোভ দেখান।

এই বিষয়ে রেশন ডিলারকে ধরা হলে তিনি বলেন, নিরঞ্জনপুর গ্রাম রেশন দোকান থেকে দুশো মিটার দূরত্বের মধ্যে রয়েছে। তাই তিনি এই গ্রামের পরিবর্তে রেশন দোকান সংলগ্ন এলাকা থেকে রেশন সামগ্রী বিলি বন্টন করেন। তবে কম পরিমাণে রেশন সামগ্রী দেওয়া, গ্রাহকদের বঞ্চিত করার অভিযোগ সঠিক নয়। গ্রাহকরা মিথ্যা অভিযোগ করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *