দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- বালুরঘাট এয়ারপোর্ট সংলগ্ন স্থানে বুধবার বিকেল ৩.৫৫ নাগাদ আগুন লাগে। কালো ধোঁয়ায় ভরে যায় বিমানবন্দর সংলগ্ন এলাকা ফল ফল স্থান। ঘটনাস্থলে ফায়ার ব্রিগেডের তিনটি ইঞ্জিন এসে আগুন নেভাতে উদ্যোগী হয়।কিন্তু আগুন এর ব্যাপকতার জেরে আরো তিনটে ইঞ্জিন আসবে বলে জানা গেছে। এখনো পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। তবে ঠিক কি কারণে আগুন লাগল তা এখনো পর্যন্ত জানা যায়নি বলে ফায়ার ব্রিগেডের আধিকারিকেরা জানিয়েছেন।ঘটনার খবর পেয়ে ডিএসপি সদর বিক্রম প্রসাদ ঘটনাস্থলে এসে পরিস্থিতি সরেজমিনে তদন্ত করেন। আগুন যাতে বিমানবন্দরে ছড়িয়ে না পড়ে সেজন্য ফায়ার ব্রিগেড এর পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ করা হচ্ছে।
Leave a Reply