নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- মানুষ ও বন্য প্রাণীর সংঘাত এড়াতে বুধবার দলমোর চা বাগান এবং মুজনাই বাজারে সচেতনতা শিবির করল মাদারিহাট রেঞ্জের বন কর্মীরা। জানা গিয়েছে, চিতা বাঘ এবং হাতির সঙ্গে মানুষের সংঘাত এড়াতে ময়দানে নামলেন বনকর্মীরা।মানুষের উপর চিতাবাঘ ও হাতির হামলার কারণ এবং তার থেকে বাঁচার কিছু সহজ পন্থা বনকর্মীরা তুলে ধরেন। এছাড়া বন্যপ্রাণী ও মানুষের সংঘাত এড়াতে সাধারণ মানুষকে সচেতন করতে ইতিমধ্যে বিভিন্ন এলাকায় সচেতনতা শিবির করছেন বনকর্মীরা।
Leave a Reply