নিজস্ব সংবাদদাতা, মালদাঃ—-সরস্বতী পূজা উপলক্ষে প্রতি বছর মতো এবারো কেন্দপুকুর ভাই বন্ধু ক্লাবের পরিচালনায় ৩ কিমি রোড রেস অনুষ্ঠিত হয়ে গেল বুধবার সকালে। সরস্বতী পূজা উপলক্ষে মালদা জেলার হবিবপুর ব্লকের কেন্দপুকুর ভাই বন্ধু ক্লাব বহু বছর ধরে বিভিন্ন থিমের মাধ্যমে সরস্বতী পূজার আয়োজন করে। এবছরের ঐ ক্লাবের সরস্বতী পূজার থিম তুলে ধরা হয় বর্ণপরিচয়।সেই উপলক্ষে এদিন তিন কিমি রোড রেস করা হয় যা শুরু হয় ৯ মাইল বাস স্ট্যান্ড থেকে তাল পুকুর পর্যন্ত পুরুষদের রোড রেস আয়োজন করা হয়।। এদিন সকালবেলা বিভিন্ন প্রতিযোগী এ রোড রেস অংশগ্রহণ করেন। এই প্রতিযোগিতায় প্রথম দ্বিতীয় তৃতীয় প্রতিযোগিতার পুরস্কৃত করা হয়। তারি পাশাপাশি ওই ক্লাবের পক্ষ থেকে ওই এলাকার দুঃস্থ লোকেদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয় ও বিভিন্ন এছাড়া ছোট ছোট শিশুদের নিয়ে সংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয় ক্লাবের পক্ষ থেকে। এদিন এখানে উপস্থিত ছিলেন ভাই বন্ধু ক্লাবের সকল সদস্যরা।
Leave a Reply