পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- সরস্বতী পূজোয় বেরিয়ে নিখোঁজ হওয়া ছাত্রছাত্রীদের উদ্ধার করে পরিবারের হাতে তুলে দিল পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা থানার পুলিশ। জানা গিয়েছে নারায়নগড় ব্লকের কুসবসান বাখরাবাদ এবং হেমচন্দ্র গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে সরস্বতী পূজোয় ঘুরতে বেরিয়ে নিখোঁজ হয়ে যায় প্রায় ১২ জন ছাত্র-ছাত্রী। মঙ্গলবার ছাত্র-ছাত্রীদের অভিভাবকরা বেলদা থানার মৌখিক ভাবে জানান। বেলদা থানার পুলিশ তদন্তে নেমে বেনাপুর রেলস্টেশন নিখোঁজ ছাত্র-ছাত্রীদের উদ্ধার করে। বুধবার তাদের পরিবারের হাতে ছাত্র-ছাত্রীদের তুলে দেয় বেলদা থানার পুলিশ।
Leave a Reply