বাঁকুড়া, নিজস্ব সংবাদদাতা:- ৬ ফেব্রুয়ারি বিশ্বকুষ্ঠ প্রতিরোধ দিবস উপলক্ষে ৮ দফা দাবি নিয়ে বাঁকুড়া রেল স্টেশনের কাছ থেকে একটি মিছিল করে বাঁকুড়া জেলাশাসক দপ্তরের সামনে হাজির হয়ে সেখানে বেশ কিছুক্ষণ বিক্ষোভ দেখাতে থাকেন সারা বাংলা কুষ্ঠ কল্যাণ সমিতি বাঁকুড়া জেলা শাখার সদস্যরা। তাদের দাবি ছিল, গৌরীপুর কুষ্ঠ হাসপাতাল, কল্যাণপুর, নবজীবনপুর, বিষ্ণুপুর, পিয়ারডোবা সহ বেশ কিছু এলাকার কুষ্ঠ রোগীরা দীর্ঘদিন ধরে উপেক্ষিত, তাদের জরুরী সমস্যা গুলি উপস্থাপন করে তার সমাধান করা। গৌরীপুর কুষ্ঠ হাসপাতালে চিকিৎসক, পরীক্ষা নিরীক্ষা, এক্স-রে এর ব্যবস্থা করতে হবে। পুনরায় সেখানে অপারেশন থিয়েটার চালু করার দাবি জানানো হয়েছে। গৌরীপুর হাসপাতালে একাধিক চতুর্থ শ্রেণীর পদ খালি রয়েছে সেই সব শূণ্য পদগুলিতে অবিলম্বে নিয়োগের দাবি জানানো হয়েছে। নবজীবনপুর কলোনির আবাসিকদের স্পেশাল জি আর এর ব্যবস্থা করে কলোনিতে বন্ধ থাকা ক্লিনিকটি পুনরায় চালু করার দাবি ও জানানো হয়েছে। এছাড়াও বাঁকুড়া জেলার অন্তর্গত বেশ কয়েকটি জায়গার কুষ্ঠ রোগীদের ড্রেসিং এর ব্যবস্থা করার দাবি জানানো হয়েছে আন্দোলনকারী সারা বাংলা কুষ্ঠ কল্যাণ সমিতি বাঁকুড়া জেলার আন্দোলনকারীদের পক্ষ থেকে। এছাড়াও আরো বেশ কয়েকটি দাবি নিয়ে আজ তারা বিক্ষোভ দেখান বাঁকুড়া জেলা শাসক দপ্তরের সামনে পরে তাদের দাবিদাওয়া নিয়ে একটি স্মারকলিপি জমা দিয়ে আসেন দেন জেলা শাসক দপ্তরে দাবি পূরণ না হলে ভবিষ্যতে আরো বড় আন্দোলনের মুখোমুখি হবেন বলে জানিয়েছেন সংগঠনের বিক্ষোভকারী আন্দোলনকারীরা।
সারা বাংলা কুষ্ঠ কল্যাণ সমিতির ডাকে আট দফা দাবিতে ডেপুটেশন বাঁকুড়া জেলা শাসক দপ্তরের সামনে। দাবি মানা না হলে আরো বৃহত্তর আন্দোলনের ডাক আন্দোলনকারীদের।
![](https://www.sobkhabar.com/wp-content/uploads/2025/02/20250206_232928-scaled.jpg)
Leave a Reply