পঃ মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- পথ দুর্ঘটনায় এক যুবকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের কেয়াবনী এলাকায়,পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই মৃত যুবকের নাম রঞ্জন দণ্ডপাট, বয়স আনুমানিক ১৪ বছর, বাড়ি ওই এলাকায়, জানা গিয়েছি শুক্রবার ৬০ নম্বর জাতীয় সড়কের উপর একটি মারুতি ধাক্কায় গুরুতর আহত হয় ওই যুবক, এরপর তাকে উদ্ধার করে দ্বারিগেড়িয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে, ইতিমধ্যেই ওই ঘাতক গাড়িটাকে আটক করার পাশাপাশি মৃতদেহ ময়নাতদন্তের জন্য মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে,পাশাপাশি গোটা ঘটনার তদন্ত প্রক্রিয়া শুরু করা হয়েছে।
পথ দুর্ঘটনায় এক যুবকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য গড়বেতার কেয়াবনীতে ।

Leave a Reply