নিজস্ব সংবাদদাতা, দঃ দিনাজপুরঃ- বন্ধুর নথি হাতিয়ে তিনটি ব্যাংক অ্যাকাউন্ট করে সেই একাউন্টের মাধ্যমে প্রচুর পরিমাণে অবৈধ লেনদেনের অভিযোগে গ্রেফতার এক অভিযুক্ত কে আদালতে পেশ করে পুলিশ হেফাজতে নিল দক্ষিণ দিনাজপুর সাইবার ক্রাইম থানা। জানা গেছে দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী ব্লকের বাসিন্দা রবসান জানি তার বন্ধু বিক্রম সরকারের নথি হাতিয়ে তিনটি ব্যাংক অ্যাকাউন্ট তৈরি করে সেই একাউন্টের মাধ্যমে প্রচুর পরিমাণে অবৈধ লেনদেন করছিলেন। বিক্রম সরকারের মোবাইলে সেই বিষয়ে মেসেজ আসায় তার সন্দেহ হওয়ায় বিক্রম সরকার দক্ষিণ দিনাজপুর সাইবার ক্রাইম থানায় অভিযোগ জানায়। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে সাইবার ক্রাইম থানার পুলিশ রবসান জানির খোঁজ পায়। এরপর ওই অভিযুক্ত কে গ্রেফতার করে আদালতে পেশ করে পুলিশ অভিযুক্তের পুলিশ হেফাজত চায়। আদালত সবদিক বিচার করে অভিযুক্তের তিন দিনের পুলিশ হেফাজত মঞ্জুর করেছে। এই বিষয়ে সরকারি আইনজীবী জয়ন্ত মজুমদার বলেন বন্ধুর নতি ব্যবহার করে ব্যাংক একাউন্টের মাধ্যমে অবৈধ লেনদেনের অভিযোগে গ্রেপ্তার ওই অভিযুক্তকে পুলিশ আদালতে পেশ করলে। পুলিশের পক্ষ থেকে তিন দিনের পুলিশে হেফাজত চাওয়া হয় বিচারক সবদিক বিচার করে পুলিশের ওই আবেদন মঞ্জুর করেছেন।
বন্ধুর নথি হাতিয়ে তিনটি ব্যাংক অ্যাকাউন্ট করে সেই একাউন্টের মাধ্যমে প্রচুর পরিমাণে অবৈধ লেনদেনের অভিযোগে গ্রেফতার এক অভিযুক্তকে।

Leave a Reply