নিজস্ব সংবাদদাতা, গঙ্গারামপুর:- বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের উদ্যোগে আয়োজিত মেলার উপার্জিত অর্থ দিয়ে হাসপাতালে হুইলচেয়ার সহ দুস্থদের মধ্যে কম্বল বিলি করল একটি বেসরকারি স্কুল কর্তৃপক্ষ। শুক্রবার একটি অনুষ্ঠানের মধ্যদিয়ে গঙ্গারামপুর সুপার স্পেস্যালিটি হাসপাতালে দুটি হুইলচেয়ার প্রদান করে স্কুল কর্তৃপক্ষ। যেখানে উপস্থিত ছিলেন হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট সুপার নয়ন সরকার,বিদ্যালয়ের প্রিন্সিপাল অমৃত খালকো, শিক্ষক আরশাদ হোসেন,বিশিষ্ট সমাজসেবী আনোয়ার হোসেন সহ অন্যান্য বিশিষ্টজনেরা। হাসপাতালের পাশাপাশি এদিন গঙ্গারামপুর রেল স্টেশন ও হলিক্রস হাসপাতালেও একটি করে হুইলচেয়ার প্রদান করা হয়। সেই সঙ্গে বিদ্যালয় প্রাঙ্গনে একটি কর্মসূচির মধ্যদিয়ে প্রায় ৫০০জন দুঃস্থদের মধ্যে কম্বল ও খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।
জানা গেছে গঙ্গারামপুর শহরের ST PAUL বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের উদ্যোগে প্রতিবছর বিদ্যালয় প্রাঙ্গনে মেলার আয়োজন করা হয়ে থাকে। সেই মেলাতে ছাত্রছাত্রীরা নিজেদের অর্থ দিয়ে দিয়ে বিভিন্ন ধরণের খাবার সহ অন্যান্য জিনিসের স্টল দিয়ে থাকে। সেই মেলা থেকে উপার্জিত অর্থ দিয়ে সমাজসেবামূলক কাজকর্ম করা হয়ে থাকে। সেইমতো এবারেও মেলার উপার্জিত অর্থ দিয়ে হাসপাতালে হুইলচেয়ার সহ দুস্থদের মধ্যে কম্বল বিতরণ করেন বিদ্যালয় কর্তৃপক্ষ।
Leave a Reply