নিজস্ব সংবাদদাতা, গঙ্গারামপুর :- 108 বছর বয়সী বৃদ্ধার মৃত্যুতে ব্যান্ড বাজিয়ে আনন্দে মাতলো পরিবার ও প্রতিবেশীরা। ঘটনাটি ঘটেছে গঙ্গারামপুর থানার নারায়নপুর লক্ষ্মীতলা এলাকায়।এদিন এমন দৃশ্য হতবাক এলাকার মানুষজন।স্থানীয় সূত্রে জানা গেছে মৃত বৃদ্ধার নাম ধনমতী চৌহান।মৃত্যুকালে তার বয়স হয়েছিল 108 বছর। বেলবাড়ি গ্রাম পঞ্চায়েতের নারায়নপুর লক্ষ্মীতলা এলাকার বাসিন্দা।ঠাকুমার মৃত্যুতে মৃত্যুতে আনন্দে মেতে ওঠে বৃদ্ধার আত্মীয়রা। জানা গেছে দীর্ঘ সময় ধরে পরিবারকে আগলে রেখেছিলেন এই বৃদ্ধা। বৃহস্পতিবার রাতে বয়স্কজনিত কারণে মৃত্যু হয় বৃদ্ধার।তবে তার মৃত্যুতে শোক জ্ঞাপন এর বদলে আনন্দে মেতে ওঠে পরিজনরা।এদিন রাতে বৃদ্ধার শ্মশান যাত্রা বের হয়। যে শ্মশানযাত্রায় ব্যান্ড বাজনা আবির সহ বিভিন্ন সামগ্রীর মাধ্যমে আনন্দ করতে লক্ষ্য করা যায় পরিজনদের।গ্রামবাসীদের সাথে নিয়ে কয়েকশো মানুষের ভিড় নাচতে নাচতে গঙ্গারামপুর শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে শিববাড়ি এসে শ্মশানে পৌঁছায়।সেখানেই শেষকাজ সম্পূর্ণ করা হয় ওই বৃদ্ধার। এই বিষয়ে বৃদ্ধার নাতি চঞ্চল চৌহান জানান।
বাইট চঞ্চল চৌহান (বৃদ্ধার নাতি)
Leave a Reply