নিজস্ব সংবাদদাতা, মালদা—কেন্দ্রীয় বাজেটের পর নতুন করে আশা দেখছে মালদা বাসি। এবার হয়তো মালদা থেকে হবে বিমান উরান পরিষেবা । এবারের কেন্দ্রীয় বাজেটে অর্থমন্ত্রী নির্মলা সীতারাম বলেছেন দেশে একশো কুড়িটি বিমান বন্দর পরিষেবা চালু হবে সে ক্ষেত্রে মালদা বিমানবন্দর পরিষেবা চালু হওয়ার বিষয়ে সম্ভাবনা রয়েছে। কেন্দ্রীয় সরকারের উপর আশা রাখছেন মালদা বাসি। মালদা বিমানবন্দরের রানওয়ে দীর্ঘদিন ধরে সম্পূর্ণ হয়ে আছে এমনকি সম্পূর্ণ পরিকাঠামো প্রায় হয়ে গেছে । মালদা থেকে বিমান চালু হোক এই দাবী দীর্ঘদিনের ব্যবসায়ী থেকে চিকিৎসক মহল এমনকি জেলা বাসির । সম্প্রীতি মালদার এক আইনজীবী বিমানবন্দর পরিষেবা চালু করার বিষয় মহামান্য কলকাতা হাইকোর্টের জনস্বার্থ মামলা ও করেছিল। কিন্তু এইবারের কেন্দ্রীয় সরকারের জনমুখী বাজেটে দেশে ১২০ টি বিমান পরিষেবা চালু করার কথা বলেছেন সে ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের উপর নতুন আশা দেখছেন জেলা বাসি। এই নিয়ে শোরগোল পড়েছে গোটা জেলা জুড়ে।
মালদা বিমানবন্দরে রান ওয়ে কাজ অনেকদিন আগেই সম্পূর্ণ হয়েছে । জেলা প্রশাসন নড়েচরে বসে বিমানবন্দরের প্রবেশদ্বার নতুন করে তৈরি করা হয়েছে বিমানবন্দরে ভিতরে অবাধ যাতায়াত বন্ধ করে দেওয়া হয়েছে। তুলে দেওয়া হয়েছে বিমানবন্দরের জায়গা দখল করে বসা দোকানগুলো। পাশাপাশি প্রবেশ দ্বার থেকে রান হয়ে যাওয়ার রাস্তা নতুন করে গড়ে তোলা হচ্ছে l মালদা বিমানবন্দর এবার চালু হবে যদিও এ বিমানবন্দর পরিষেবা নিয়ে নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক।
কেন্দ্রীয় বাজেটের পর নতুন করে আশা দেখছে মালদা বাসি, এবার হয়তো মালদা থেকে হবে বিমান উরান পরিষেবা ।

Leave a Reply