পাঁশকুড়ায় সাংস্কৃতিক অনুষ্ঠানে বক্স বাজানোকে কেন্দ্র করে উত্তেজনা,আহত ২,গ্রেফতার ১।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়ায় উত্তেজনা।
সাংস্কৃতিক অনুষ্ঠানে বক্স বাজানো কে কেন্দ্র করে উত্তেজনা। আহত -২জন ও গ্রেফতার -১জন। গুরুতর আহত অবস্থায় দুজন কে তমলুক মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ভর্তি করা হলো। এই ঘটনায় এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়ন করা হয়েছে।
জানা যাচ্ছে,পাঁশকুড়া পৌরসভার ৭নং ওয়ার্ডের মধূসুদনবাড় এলাকায় সরস্বতী পূজা উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান চলা কালীন মহিলাদের নাচ করার জায়গায় কিছু বকাটে ছেলে ঢুকে পড়ে। বার বার বলা সত্ত্বেও কোনো ভাবে রার ঐ জায়গা থেকে সারতে নারাজ। কথা কাটা কাটি থেকে বচসা শুরুর পরে ছেলে গুলো মাইকের সেট ভেঙে দেয় ও আগুন লাগিয়ে দেয় বলে অভিযোগ। আর তার পর এলাকার দুই ছেলে কে বেধড়ক মারধর করে বলে অভিযোগ জানা।
এই ঘটনায় শুভঙ্কর গাড়ু ও
সুরজ মন্ডল,
নামে ২ জন গুরুতর আহত অবস্থায় প্রথমে পাঁশকুড়া এবং পরে তমলুক হাসপাতালে ভর্তি করা হয়। অপরদিকে এই ঘটনায় বর্তমান প্রীতম সাঁতরা নামের একজন কে গ্রেফতার করেছে পাঁশকুড়া থানার পুলিশ। বর্তমান এলাকায় উত্তেজনা ও ক্ষুব্ধ এলাকাবাসী পথ অবরোধ করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *