নিজস্ব সংবাদদাতা, মালদা—-টান টান উত্তেজনার মধ্য দিয়ে মহিলা ফুটবল টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হল অসম। হরিশ্চন্দ্রপুর ২ ব্লকের মশালদহ অঞ্চল কংগ্রেসের উদ্যোগে মশালদহ হাসপাতাল মাঠে গত রবিবার থেকে শুরু হয় ড. মনমোহন সিং মেমোরিয়াল আট দলীয় মহিলা ফুটবল টুর্নামেন্ট। তিন দিন ধরে খেলা চলার পর বুধবার ফাইনালে মুখোমুখি হয় অসম ও নেপাল। উভয় দল নিদির্ষ্ট সময়ের মধ্যে ২-২ গোলে ড্র করে। অতিরিক্ত পাঁচ মিনিট সময় দেওয়া হয়। তাতেও কোনও দল গোল করতে পারেননি। টাই ব্রেকারে ৫-৩ গোলের ব্যবধানে নেপালকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় অসম। চ্যাম্পিয়ন দলকে নগদ ৪৫ হাজার টাকা ও ট্রফি এবং রানার্স দলকে নগদ ৪০ হাজার টাকা ও ট্রফি তুলে দেওয়া হয়। ফাইনাল ম্যাচ এবং টুর্নামেন্টের সেরা হন অসমের পাখিলা বরো। এদিন খেলায় উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সাধারণ সম্পাদক মোস্তাক আলম, রাজ্য যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান চৌধুরী, কংগ্রেস নেতা আনেসুর রহমান, হরিশ্চন্দ্রপুর ১ ব্লকের কংগ্রেসের পঞ্চায়েত সমিতির সভাপতি তহমিনা খাতুন, কংগ্রেস নেতা চিন্ময় দাস, জেলা পরিষদের সদস্য আমিনুল ইসলাম , হরিশ্চন্দ্রপুর ১ ব্লকের কংগ্রেসের কার্যাকারী সভাপতি আব্দুল মান্নান, কংগ্রেস নেতা হজরত আলি, মশালদহ গ্রাম পঞ্চায়েতের প্রধান আয়েশা খাতুন ও উপপ্রধান টিয়া ভগৎ ও মালতিপুর বিধানসভার প্রাক্তন বিধায়ক আলবেরুলি সহ প্রমুখ। খেলার আয়োজক জিয়াউর রহমান বলেন, এদিন মাঠে প্রায় ৩০ হাজার দর্শক ছিল। নারীরা যে পুরুষ থেকে কোন অংশে কম নয়,নারী শক্তিকে প্রাধান্য দিয়ে এই খেলার আয়োজন। আগামীতেও এর থেকে বড় খেলার আয়োজন করব।
টান টান উত্তেজনার মধ্য দিয়ে মহিলা ফুটবল টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হল অসম।

Leave a Reply