পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- আলুর দম কুন্ডাল প্রতি নিম্নতম ১৩০০ টাকা করে কিনতে হবে সরকারক,এই দাবি নিয়ে বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ২ নম্বর ব্লকের গোয়ালতোড় BDO অফিসের সামনে গোয়ালতোড়-চন্দ্রকোনারোড রাজ্য সড়কে রাস্তায় আলু ঢেলে বিক্ষোভ ও BDO অফিসে স্মারকলিপি প্রদান করল বাম সংগঠনের সারা ভারত খেতমজুর ইউনিয়নের পক্ষ থেকে,এই দিন গোয়ালতোড় সিপিআইএম দলীয় কার্যালয় থেকে এই বিক্ষোভ মিছিল বেরিয়ে গোটা শহর পরিক্রমা করার পর BDO অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন করে বাম সংগঠনের কর্মী সমর্থকরা। বেশ কিছুক্ষণ রাস্তা অবরোধ করে বিক্ষোভ করতে থাকে বাম সংগঠনের কর্মী সমর্থকেরা।
সরকারকে আলুর দাম কুইন্টাল প্রতি ন্যূনতম ১৩০০ টাকা করে কেনার দাবি নিয়ে গোয়ালতোড় BDO অফিসের সামনে বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান CPI(M)র।

Leave a Reply